অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সিমি'র নেতা  সফদর নাগোরি সহ এগারো জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা


দেশবিরোধী কার্যকলাপ, বিদ্বেষমূলক বক্তৃতা, প্রশিক্ষণ শিবির চালানো এবং জাতীয়তা-বিরোধী লেখালিখির দায়ে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া- সিমি'র প্রথম সারির নেতা সফদর নাগোরি সহ এগারো জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মধ্যপ্রদেশের ইন্দৌর জেলা আদালত।এগারো জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ এ ধারায় দেশদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই মামলাতেই অভিযুক্ত মনুরোজ জামিনে মুক্ত ছিল। তাকেও হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর।সফদর নাগোরিদের এই রায় ঘিরে আজ সকাল থেকেই উত্তেজনা থাকায় ইন্দৌর আদালতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সরকারি আইনজীবী বিমল মিশ্র বলেছেন, দুহাজার আট সালের ছাব্বিশে মার্চ প্রচুর অস্ত্র সহ এগারো জন সিমি জঙ্গিকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের বাড়ি থেকে আপত্তিজনক সিডি, দেশবিরোধী নথিপত্র উদ্ধার হয়। এতদিন ধরে বিচার চলার পর আজ রায় ঘোষণা হল।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG