নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র আধ্যাত্মিক নেতা মওলানা আবুল কাশেমকে ঢাকায় বৃহস্পতিবার রাতে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ শুক্রবার বলছে, আবুল কাশেম একজন মাদ্রাসা শিক্ষক এবং আদি-জেএমবি’র এককালের আমীর ছিলেন। গুলশান হামলাসহ বেশ কিছু হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত নব্য-জেএমবি’রও তিনি ছিলেন আধ্যাত্মিক নেতা। তিনি জঙ্গীবাদে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতেন এবং এ সম্পর্কে তিনটি বইও লেখেন বলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের শুক্রবার জানিয়েছেন।
পুলিশ বলছে, আবুল কাশেম গুলশান হামলার পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের অন্যতম তামিম চৌধুরীসহ নব্য-জেএমবি’র গুরুত্বপূর্ণ নেতাদের আধ্যাত্মিক পরামর্শক, নৈতিক ও আদর্শিক মদদদাতা ছিলেন।এদিকে, পুলিশ জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ গুলশান হলিআর্টিজান হামলার তদন্ত কাজ শেষ হবে এবং অভিযোগপত্র জমা দেয়া যাবে বলে তারা আশাবাদী।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।