মাত্র ১০ দিনে আমেরিকায় ভারতীয়দের ওপর তিনটি আক্রমণের ঘটনায় দুজন নিহত, আহত আর ও দুজন। দিল্লির মার্কিন দূতাবাস বলেছে, যে কোনও ঘৃণার ঘটনাই নিন্দনীয়। প্রবাসী ভারতীয়রা বলছেন, সম্প্রতি ভারতীয়দের উদ্দেশ্যে ভীতি প্রদর্শনের ঘটনা বেড়ে গিয়েছে। শুক্রবারের ঘটনায় আহত হলেন যে শিখ ধর্মাবলম্বী, তাঁদের পরিবার ১১০ বছর ধরে রয়েছেন আমেরিকায়, সকলেই মার্কিন নাগরিক। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ফোনে কথা বলেছেন আহতের বাবার সঙ্গে। যে অঞ্চলে ঘটল এই ঘটনা, সেখানে ৩০ হাজার শিখের বাস, মোট ভারতীয় বাসিন্দা ১ লক্ষ।