অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আসা মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় গ্রহণকারীদের মধ্যে কয়েক’শ জন মিয়ানমারে ফিরে গেছেন


গত অক্টোবর থেকে নতুন করে বাংলাদেশে আসা মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় গ্রহণকারীদের মধ্যে কয়েক’শ জন ইতোমধ্যে নিজ দেশ মিয়ানমারে ফিরে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের ভাষ্য মোতাবেক, নতুন করে আসা রোহিঙ্গা পরিবারগুলোর মধ্যে যাদের ভিটে-মাটি, সহায়-সম্পত্তি আছে নিজ দেশে, তাদের মধ্যে মিয়ানমারে ফিরে যাবার চিন্তা-ভাবনা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাবাহিনীর তথ্য মতে, এই পর্যন্ত প্রায় ২ হাজার নতুন আশ্রয় নেয়া রোহিঙ্গা নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র কক্সবাজারের টেকনাফ অঞ্চলের কমান্ডার লে. কর্নেল আবু জার আল জাহিদ ভয়েস অব আমেরিকাকে বলেন, প্রায় প্রতিদিনই কিছু সংখ্যক মানুষ নিজ দেশে ফিরে যাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক অনেক রোহিঙ্গা বলেছেন, একটি দুর্গম চরে স্থানান্তরের বাংলাদেশ সরকারের পরিকল্পনা তাদের মধ্যে ব্যাপক আতংক ও ভীতির সৃষ্টি করেছে।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00



XS
SM
MD
LG