অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার বাংলাদেশের জঙ্গি সংগঠন বাংলাদেশ জেএমবির ৭ সন্দেহভাজন সদস্যকে আটক


শনিবার বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী এবং নাটোর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবির ৭ সন্দেহভাজন সদস্যকে আটক করার একদিন পর রোববার রাজশাহী থেকে সন্দেহভাজন আরও ৩ জঙ্গিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে আটক তিন ব্যাক্তির মধ্যে রজ্জাক নামের একজন তালিকা ভুক্ত জেএমবি সদস্য এবং অপর দুই জন আরিফুল এবং মনসুর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য। এদিকে, সাতক্ষিরা জেলার তালা এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে চরম বামপন্থী পূর্ববাংলার কম্যুনিস্ট পার্টির দুই সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদেরকে ধরতে একটি আমবাগানে অভিযান চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় কালে দলটির বিদ্যুত বাহিনী প্রধান বিদ্যুত বাছার এবং শেখ তালহা ঘটনাস্থলে নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়াস্র এবং চারটি বোমা উদ্ধার করেছে। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন-অ-সালিশি কেন্দ্রের দেয়া তথ্য মোতাবেক গত ২০১৬ সালে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এবং ক্রস ফায়ারে অন্তত ১৯৫ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন।

please wait

No media source currently available

0:00 0:01:10 0:00

XS
SM
MD
LG