অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি বন্টন


বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্ত:সীমান্ত নদী, যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন নদী রয়েছে। আবহমানকাল ধরে নদীমাতৃক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এসকল নদীর পানিকে ঘিরে। কিন্তু বর্তমান বাস্তবতা কি- তা জানতেই আমাদের আজকের 'আলাপন' এর বিষয়:

“বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি বন্টন।”

আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন দুইজন পানি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে পেনসিলভেনিয়া থেকে ছিলেন:

ড. মো: খালেকুজ্জামান
অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়, পেনসেলভেনিয়া।

নিউইয়র্ক থেকে ছিলেন:

সুফিয়ান এ খন্দকার
সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় টেকনিক্যাল ম্যানেজার
ARCADIS of New York Inc.

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:38:41 0:00

XS
SM
MD
LG