অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশের দাবি তারা ময়মনসিংহ শহরের একটি বাড়ি থেকে জঙ্গী সন্দেহে ৭ জনকে আটক করেছে


পুলিশ দাবি করেছে, ময়মনসিংহ শহরের একটি বাড়ি থেকে তারা জঙ্গী সন্দেহে ৭ জনকে আটক করেছে। পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে তারা শহরের কালিবাড়ি এলাকার একটি বাড়ি ঘিরে রাখে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন ছাত্রসহ ৭ জনকে আটক করে। তবে কোন অস্ত্র-শস্ত্র পাওয়া যায়নি। জঙ্গী আস্তানা সন্দেহে অপর এক অভিযানে ঢাকার কেরানীগঞ্জের দোহারের একটি বাড়ি তল্লাশি চালিয়ে আপন দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এখানেও কোনো অস্ত্র-শস্ত্র মেলেনি।

সিলেটে শিববাড়ি এলাকার একটি ভবনে টানা ৫ দিন জঙ্গীবিরোধী অভিযান গত ২৮ মার্চ শেষ হয়। এর ৫ দিন পর সোমবার আইন-শৃংখলা রক্ষাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ওই বাড়িটিতে প্রবেশ করলে আরো দুটি ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৪ জন কথিত জঙ্গীর ছিন্ন ভিন্ন মরদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করা হলো।

এদিকে, পুলিশ জানিয়েছে, গত বুধবার মৌলভীবাজারে জঙ্গী আস্তানায় নিহত ৭ জনের মরদেহ তাদের আত্মীয়-স্বজন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, স্বজনেরা এ ধরনের গ্লানি বহন করতে রাজি নন।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG