সিরিয়ায় গণ হত্যার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের হুমকি কে এক কথায় গোটা বিশ্বের সাথে পশ্চিমবঙ্গের বাংলা সংবাদ পত্র গুলো আজ তাদের শিরোনাম করল বিভিন্ন ভাষার ব্যাঞ্জনায়। আনন্দ বাজার পত্রিকা আজ তাদের বিদেশের পাতার কলমে শিরোনাম করল -সিরিয়ায় রাসায়নিক হানা, হতে পারে সেনা প্রত্যাঘাত-ইঙ্গিত ট্রাম্পের। রাজ্যের বাংলা দৈনিক সংবাদ পত্র বর্তমান পত্রিকা শিরোনাম করল সিরিয়া নিয়ে হুমকি দিলেন ট্রাম্প। বাংলা দৈনিক এই সময় তাদের এই দুনিয়ার পাতার শিরোনাম করল আসাদের সিরিয়াকে জবাব দেবে আমেরিকা। বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন তাদের শিরোনাম করল যুদ্ধাপরাধী হিসাবে রাষ্ট্রসংঘের প্রস্তাবের চেষ্টা-বিষ গ্যাস হামলায় ফ্রান্স-তুরস্কের তোপ আসাদ।সংবাদ পত্রের শিরোনামের কলমে সমালোচনার ঝড় থাকলেও এরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীর মুখে একটাই বক্তব্য এই গনহত্যা কে কখনই মেনে নেওয়া যায় না।