অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীষ্মে বাংলাদেশকে তিস্তার বদলে অন্য নদীর জল


Mamata
Mamata

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গ্রীষ্মে বাংলাদেশকে তিস্তার জল দেওয়া সম্ভব নয়। ঐ সামান্য জলে পশ্চিমবঙ্গেরই পানীয় ও সেচের জলের চাহিদা মেটে না। তার বদলে বরং উত্তরবঙ্গের অপর তিন নদী তোর্সা, সঙ্কোশ বা রায়ডাক থেকে বাংলাদেশ স্বচ্ছন্দে প্রয়োজনীয় জল নিতে পারে। নতুন এই প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের প্রতিক্রিয়া জানান নি। নীতিগত ভাবে এ প্রস্তাব ভেবে দেখতে রাজী হলে বিষয়টি নিয়ে আলোচনা এগোতে পারে। বরাবরই সব কথাবার্তা ছিল তিস্তাকেন্দ্রিক। জল তো যে কোনও নদী থেকেই আসতে পারে, অসুবিধে কি? এই হল মমতার যুক্তি।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG