অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সুইডেন সরকারের কর্মসূচি: এক মিনিটের জন্য থমকে দাঁড়ায় সুইডেন


।সোমবার দুপুরে এক মিনিটের জন্য থমকে দাঁড়ায় সুইডেন। কারও মুখে কোন শব্দ নেই, ভাষা নেই। যে যেখানে ছিলেন সেখান থেকেই জাতীয় কর্মসূচিতে অংশ নেন। শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের কর্মসূচি দিয়েছিল সরকার।সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্টিফেন নফভেন বলেন, সুইডেনের মূল্যবোধ ঠুনকো নয়, অনেক শক্তিশালী। এখানে গণতন্ত্র থাকবে, পরাজিত হবে উগ্রবাদ।ওদিকে সুইডিশ সংবাদপত্র এক্সপ্রেসেন- স্টকহোম ট্রাক সন্ত্রাসী রাখমত আকিলভ সম্পর্কে এক চালঞ্চল্যকর খবর দিয়েছে। এতে বলা হয়, আকিলভ ঘটনার পর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বলেছিল, ১০ জনকে পিষ্ট করে এসেছি। এক আইসিস সমর্থকের কাছে ট্রাক হামলার আগে ও পরে বার্তা পাঠিয়েছিল সে। হোয়াটসঅ্যাপে আবু ফাতিমা নামধারী ওই ব্যক্তির সাথে আকিলভের বিশেষ বার্তা আদান প্রদানের স্ক্রিনশটও প্রকাশ করা হয়।৭ই এপ্রিল স্টকহোমের কুইন্স স্ট্রিটের কাছে রেঁস্তোরায় অপেক্ষমান একটি ট্রাক ছিনতাই করে আকিলভ। এরপর উচ্চগতিতে এই গাড়ি চালিয়ে আহলেন্স ডিপার্টমেন্টাল স্টোরের ভেতর ঢুকে পরে। এতে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়।

খবরে বলা হয়েছে, ওই হামলার আনুমানিক এক ঘণ্টা পর আকিলভ ফাতিমাকে বলেছে, স্টকহোমের কেন্দ্রে ১০ জনের ওপর গাড়ি চালিয়ে দিয়েছি। এখন আমাকে এখান থেকে পালাতে হবে।ফাতিমা তাকে ঘটনাস্থলের একটি ভিডিও পাঠাতে বলে। এটাই ছিল আকিলভের পাঠানো শেষ বার্তা। এর পর সে গ্রেপ্তার হয়।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG