অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গ সরকার তিস্তা বিষয়ে দিল্লিতে একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাঠিয়েছে


পশ্চিমবঙ্গ সরকার দিল্লিতে একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাঠিয়ে জানাল, নদীর উজানে সিকিম ৮টি বাঁধ তৈরি করে নদীর ৬০% জল নিয়ে নেয়। ফলে ফেব্রুয়ারী থেকে মে, এই ৪ মাসে নদীতে এতই জল কমে যায় যে তাতে উত্তরবঙ্গ ও বাংলাদেশ কারুরই প্রয়োজন মেটে না। দুই বাংলার যতটা কৃষিজমি তিস্তার ওপর নির্ভরশীল, তার কিছুই মেটানো যায় না সিকিম জল নিয়ে নেয় বলে। উত্তরবঙ্গে ৯ লক্ষ হেক্টর জমি জল চায় তিস্তা থেকে। বাস্তবে জল পায় মাত্র ৫২,০০০ হেক্টর জমি। বাংলাদেশে তিস্তার জল দরকার প্রায় ৭ লক্ষ হেক্টর জমিতে। কেন্দ্র ২৩ এপ্রিল এক সংসদীয় প্রতিনিধিদলকে সিকিমে পাঠাচ্ছে বিষয়টি খতিয়ে দেখতে।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG