অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান পণ্য কিনুন, আমেরিকান কর্মী নিয়োগ করুন-ডনাল্ড ট্রাম্প


U.S. President Donald Trump speaks before signing an executive order directing federal agencies to recommend changes to a temporary visa program used to bring foreign workers to the United States to fill high-skilled jobs during a visit to Snap-On Inc., a
U.S. President Donald Trump speaks before signing an executive order directing federal agencies to recommend changes to a temporary visa program used to bring foreign workers to the United States to fill high-skilled jobs during a visit to Snap-On Inc., a

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, নির্দিষ্ট বিদেশী শ্রমিক নিয়োগের নিয়মকানুন কঠোর ভাবে প্রয়োগ এবং সরকারী সংস্থাগুলোতে আমেরিকায় বানানো পণ্য ব্যবহারের আইন পর্যালোচনা করার সময় এসেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য Wisconsin এর একটি যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এবং তিনি "Buy American/Hire American" সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করবেন বলে নির্ধারিত হয়েছে।

এক ব্রিফিংয়ে সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা জানান, শিথিল প্রয়োগকারী এবং অসংখ্য আইনি ফাঁকফোকর মানে, আমেরিকান কর্মী এবং কোম্পানী গুলো, বিদেশী প্রতিযোগীদের কাছে চাকরি ও ব্যবসা হারাচ্ছে। যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করছে।

XS
SM
MD
LG