অ্যাকসেসিবিলিটি লিংক

সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় শ্রমিক হতাহতের মামলার বিচার দ্রুত শেষ করার দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ


সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবিতে তৈরি পোশাক শিল্পরে শ্রমিকরা রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। জাতিয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা চার বছর আগের ওই মামলার বিচার শেষ করার বিষয়ে সরকারের ‘আন্তরিকতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে রানা প্লাজা ভেঙ্গে পড়ে নিহত হন ১ হাজার ১শ' ৩৫ জন এবং আহত হন দেড় হাজারের বেশি শ্রমিক। এ ঘটনা তখন শুধু দেশেই নয় বিশ্ব ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জানান, হত্যা ও ইমারত নির্মাণ আইনে ৪১ জনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ পত্র দাখিল করলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণেই চার্জ গঠন করা যাচ্ছেনা।তবে শ্রমিক নেতারা অভিযোগ করেছেন মামলার ৪১ জন আসামির মধ্যে ৩৯ জন জামিনে বাইরে থকায় তারা মামলার কার্যক্রমকে প্রভাবিত করছন।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG