অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশে মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতা


সম্প্রতি রিপোর্টার্স উইথাউট বর্ডার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে যে মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতার সূচকে বাংলাদেশ গত বছরের তূলনায় ২ ধাপ নেমে গেছে। বাংলাদেশের স্থান এখন ১৪৬তম ।এ সম্পর্কে এক সারসংক্ষেপে সংগঠনটি বলছে যে বাংলাদেশ সরকার, রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে কোন রকম সমালোচনা সহজ ভাবে নিচ্ছেন না।

যে সব সাংবাদিক ও ব্লগার এ সব বিষয়ে নিষেথাজ্ঞা মানছেন না, তারা যাবজ্জীবন কারাদন্ডের হুমকির সম্মুখীন কিংবা তাদেরকে কথিত ইসলামপন্থি জঙ্গিরাও হত্যা করতে পারে। বাহ্যত বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বাধীনতা রয়েছে কিন্তু এ সব হুমকির কারণে লেখক –সাংবাদিকরা স্ব-আরোপিত সেন্সরশীপ প্রয়োগ করে থাকেন বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ২০১৬ সাল থেকে সরকার মিডিয়ার ব্যাপারে বেশ কঠোর অবস্থান নিয়েছে। এরই প্রেক্ষপটে আজ আলোচকের প্যানেল রয়েছেন , দু জন বিশিষ্ট অতিথি। নিউ ইয়র্ক থেকে , সেখান থেকে প্রকাশিত বাংলা পত্রিকার অন্যতম পুরোধা ব্যক্তি , প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক সৈয়দ মোহাম্মাদুল্লা।আর বাংলাদেশ থেকে রয়েছেন সাপ্তাহিক সূর্যবার্তা পত্রিকার সম্পাদক , রিপোর্টার্স ইউনিটির সাবেক মহিলা সম্পাদক , International Women’s Media Foundation থেকে সাংবাদিকতায় সাহসিকতার জন্য পুরস্কার প্রাপ্ত সুমি খান। এবার তা হলে সরাসরি প্রশ্ন নেওয়ার পালা ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন, আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:39:27 0:00

XS
SM
MD
LG