অ্যাকসেসিবিলিটি লিংক

আকাশবাণীর মন কি বাতে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনা


দেশের মানুষের সাথে সরাসরি যোগাযোগ মাধ্যম এবং তাদের সাথে মতামত বিণিময়ের মাধ্যম হিসেবে আজ কের আকাশবাণীর মন কি বাতে অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করেন, নবীন প্রজন্মের মানসিক রোগ, হতাশা, পড়ুয়াদের ওপর চাপ সংক্রান্ত নানা বিষয়ে। আর সেই সংগে তিনি আলোচনা করেন দেশের ভিআইপি সংস্কৃতি নিয়ে।

এই প্রসঙ্গে তিনি বলেন------

তাঁর কথায়, মাথা থেকে ভিআইপি কালচার দূর করে ফেলতে হবে, বদলে আনতে হবে ইপিআই- যার অর্থ, এভরি পার্সন ইজ ইম্পর্ট্যান্ট। লালবাতি কালচার দূর করতে কেন্দ্রের পদক্ষেপের কথাও তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন ।আগামীকাল পয়লা মে তাই মে দিবস উপলক্ষ্যে দেশের শ্রমিকদের অধিকারে বাবাসাহেব অম্বেডকরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের সব সময় নিজেদের সংস্কৃতি ও ইতিহাসের কথা মাথায় রাখা উচিত। অস্পৃশ্যতার বিরুদ্ধে রামানুজাচার্যের সংগ্রামের কথাও উল্লেখ করেন তিনি, সেই সাথে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অন্যভাবে চিন্তাভাবনা করার উৎসাহ দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারত বৈচিত্রে পরিপূর্ণ, তরুণ পড়ুয়াদের উচিত সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করা- তা সে নতুন ভাষা হোক, বা সাঁতার কাটা বা ছবি আঁকা।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG