রবি ও সোমবার বেজিংয়ে `ওয়ান বেল্ট ওয়ান রোড` বৈঠকে যেতে ভারত যে রাজি নয়, তা চীনকে জানিয়ে দিয়েছেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। কেননা, প্রস্তাবিত এই সড়কের একাংশ যাবে পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ভেতর দিয়ে। কাজেই এই সড়কের রুট ভারতের পক্ষে সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিস্থিতি। অবশ্য নেপাল ও শ্রীলঙ্কা-সহ এশিয়ার অধিকাংশ প্রতিবেশীই এই বৈঠকে যাছে। যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এর ফলে এই প্রশ্নে ভারত একটু যেন কোণঠাসা। প্রস্তাবিত প্রকল্পে চিন অন্তত ৪ ট্রিলিয়ন ডলার লগ্নি করবে। এশিয়ার বুক চিরে প্রস্তাবিত এই সড়ক আফ্রিকা ও ইওরোপের নানা দেশকেও স্পর্শ করবে বলে পরিকল্পনা।