অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মীর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে


জম্মু-কাশ্মীর রাজ্য এখন শাসন করছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) ও বিজেপি-র জোট সরকার। কিন্তু রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে বিশেষত বিচ্ছিন্নতাবাদীদের দাপটে। নিয়মিত আক্রান্ত হচ্ছে নিরাপত্তা বাহিনি। এই গ্রীষ্মে পাহাড়ের বরফ গলে যাবার পরে সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে পড়বে জঙ্গীরা, এই আশঙ্কাও প্রবল। এই অবস্থায় জোট সরকারকে সরিয়ে জারি করা হোক রাজ্যপালের শাসন, এমন চাইছেন প্রশাসনেরই একাংশ। তাহলে অনেক শক্ত হাতে দমন করা যায় অশান্তি। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি চেয়েছিলেন, মোদি সরকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও আলোচনা করুক। তাতে রাজি নন মোদি, বরং চান কড়া হাতে বিচ্ছিন্নতাবাদীদের দমন। এই প্রেক্ষাপটে রাজ্যপালের শাসন জারি অনিবার্য, এমনই রাজনৈতিক মহলে ধারণা।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG