বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থী দলিলপত্র ও নাশকতা সৃষ্টির সামগ্রী রয়েছেÑ অজ্ঞাতনামা ব্যক্তির এমন এক জিডির প্রেক্ষিতে পুলিশ এই তল্লাশি অভিযান চালায়। তবে অভিযান শেষে পুলিশ বলেছে, কিছুই পাওয়া যায়নি। শনিবার সকালে তালা ভেঙে পুলিশ কার্যালয়ে প্রবেশ করে। অভিযানকালে পুলিশ বিভিন্ন ফাইলপত্র উল্টেপাল্টে দেখে এবং ভিডিও করে নিয়ে যায়। বিএনপি এ অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার তীব্র নিন্দা জানান। বলেন, এ থেকে প্রমাণিত হয় এ দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অভিযানের নামে খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ কোনকিছু রেখে গেছে কি না, সে বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ তারা অভিযানের সময় কার্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর মুখ ঘুরিয়ে দেয়। এ তল্লাশি অভিযানের ঘটনার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।