অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা না পেলে কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে:বিশ্লেষণ করেছেন জিল্লুল হাই রাজী


ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, বিদ্যমান শ্রমিক অধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি এবং মানবাধিকারের উন্নয়ন করতে না পারলে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশ জিএসপি সুবিধার মাধ্যমে যে শুল্কমুক্ত রফতানি সুবিধা পায়-তা অস্থায়ী ও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে। বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা না পেলে কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে এমন প্রশ্নে বিশ্লেষণ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দফতরের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা এবং বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জিল্লুল হাই রাজী।
তিনি মনে করেন,ইউরোপীয় ইউনিয়নের বাজারে যদি শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ হারায়, তাহলে এতে লাভবান হবে পাকিস্তান, ভারত ও শ্রীলংকা; কারণ তারাও জিএসপি সুবিধার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।

please wait

No media source currently available

0:00 0:02:40 0:00

XS
SM
MD
LG