অ্যাকসেসিবিলিটি লিংক

ভিসা প্রার্থীদের জন্য নতুন নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র


নতুন ভ্রমন নীতি অনুযায়ী, ছ’টি মুসলিম প্রধান দেশগুলোর ভিসা প্রার্থীরা , যাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন , পরিবারের কোন সদস্য যুক্তরাষ্ট্রে অবস্থান করে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকে , তা হলে সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।

গ্রহণযোগ্য ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে বাবা মা , স্বামী কিংবা স্ত্রী , শিশু , প্রাপ্ত বয়স্ক ছেলে কিংবা মেয়ে , মেয়ের স্বামী কিংবা ছেলের বউ , যারা যুক্তরাষ্ট্রে এরই মধ্যে বসবাস করছেন।

যে সব আত্মীয় স্বজন এর আওতায় পড়ছে না , তারা হলেন দাদা-দাদি , কিংবা নানা –নানি, নাতি নাতনি , খালা-খালু , ফুপু-ফুপা কিংবা মামা মামি , সহদোর নয় সম্পর্কে এমন ভাই , শালা –শালি , প্রেমিক, বাগদত্তা কিংবা বর্ধিত পরিবারের অন্য কোন সদস্য।

আর গ্রহণযোগ্য ব্যবসায়িক সম্পর্ক মানে হচ্ছে এর আনুষ্ঠানিক এবং নথিপত্রগত প্রমাণ থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হওয়ার পর নতুন এ নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। তবে বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে এসব নির্দেশনা কার্যকর হবে না।

XS
SM
MD
LG