ইস্রায়েলী পুলিশের মুখপাত্র জানিয়েছে পুরাণ জেরুজালেম শহরে শুক্রবার তিন জন আক্রমণকারী স্বয়ংক্রিয় অস্ত্র এবং ছুরি চালিয়ে দুজনকে হত্যা-করেছে এবং ঐ ঘটনায় আরও কিছু মানুষ আহত হয়েছে।
মাইকে রোজেনফেল্ড জানিয়েছেন মুসলমান এবং ইহুদীদের পবিত্র ঐ স্থান থেকে হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে আর অনেককে ছুরিকাঘাত করে। হামলার ঘটনাটি ঘটেছে মুসলমানদের কাছ পরিচিত নোবল সেংচ্যুয়ারী বা পবিত্র মসজিদ এবং ইহুদীদের কাছে টেম্পল মাউন্টে। পুলিশ জানিয়েছে আক্রমণের কারণে শুক্রবারের জুম্মার নামাজ সেখানে অনুষ্ঠিত হবে না।
তাৎক্ষণিক ভাবে আক্রমণকারীদের পরিচয় সনাক্ত করা যায়নি।