অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকায় 'ডাকা' বন্ধের সিদ্ধান্ত ঃ ৮ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যত অনিশ্চিত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনমঙ্গলবার ‘ডাকা’ কর্মসূচিবন্ধ করার সিদ্ধান্ত নেন। আমেরিকায় বৈধ কাজগপত্র বিহীন ৮ লক্ষ কম বয়সী ছেলেমেয়েকে জোর করে তাদের নিজ দেশে না পাঠিয়ে ডাকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে কংগ্রেস তাদের ৬ মাস সময় দিয়েছে, চাইলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ঐ সব ছেলে মেয়েদের এদেশে থাকার অনুমতি দিতে পারবে।বহু বছর আগে অবৈধ ভাবে যারা ছেলে মেয়েদের নিয়ে এদেশে প্রবেশ করেছিলেন সেই ৮লক্ষ ছেলেমেয়ে এই কর্মসূচির অন্তর্ভুক্ত।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ডাকা কর্মসূচী শুরু করেন এবং এদেশেঅবৈধ ভাবে আসা ছেলে মেয়েদেরকাজ করা এবং লেখাপড়া করার অনুমতি পায়।ট্রাম্প ডাকা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেন কিন্তু বিতর্কিত এই নীতি পরিবর্তনের ঘোষণা দেওয়ার জন্য ক্যামেরার সমনে তিনি এটর্নি জেনারেল জেঠ সেশনসকে পাঠিয়েছেন।

XS
SM
MD
LG