অ্যাকসেসিবিলিটি লিংক

সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিটি সিদ্ধান্ত নিয়ে ঝড় উঠেছে পার্টির অন্দরে


সিপিআইএম পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু, তারপর কংগ্রেসের সঙ্গে জোট।শেষপর্যন্ত দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় প্রার্থী করতে না দেওয়া। কেন্দ্রীয় কমিটির প্রতিটি সিদ্ধান্ত নিয়ে ঝড় উঠেছে পার্টির অন্দরে। এনিয়ে এবারের পার্টি কংগ্রেসের পাল্টা দলিল জমা পড়তে চলেছে। যে দলিলের মূল কথা কেন্দ্রীয় কমিটি এভাবে সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।একের পর এক এমন ঘটনায় সিপিএমের অন্দরে এখন তীব্র বিতর্ক। দলের একাংশ মনে করছেন, সংখ্যা গরিষ্ঠতার জোরে যেভাবে সিদ্ধান্ত চাপানো হচ্ছে তাতে ফল ভুগতে হচ্ছে দলকে। দক্ষিন ভারতের তামিলনাড়ুর কোনও নেতা পশ্চিমবঙ্গে কোনওদিন রাজনীতি না করে এখানকার সিপিএমের কি করা উচিত তানিয়ে মতামত দিচ্ছেন কেন্দ্রীয় কমিটিতে। দলের একাংশের বক্তব্য এর পরিবর্তন হওয়া দরকার।সেজন্যই এবারের পার্টি কংগ্রেসে পাল্টা দলিল দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ। রাজনৈতিক মহলে খবর।

পশ্চিমবঙ্গের দলীয় নেতা গৌতম দেব সহ দলের বেশকয়েকজন সম্পাদকমণ্ডলীর সদস্য ইতিমধ্যেই একাজে হাত দিয়েছেন বলেই দলীয় সূত্রের খবর।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG