অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ভ্রাম্যমাণ আদালত উদ্বেগজনক


নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ক্ষমতার ব্যবহার উদ্বেগজনক বলে পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভ্রাম্যমাণ আদালত আইনের অধীনে গঠিত আদালতের কার্যক্রম অসাংবিধানিক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা পৃথক তিনটি আপিলের শুনানিকালে এমন পর্যবেক্ষণ দেয় আদালত।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আপিলের শুনানি চলাকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন যে প্রক্রিয়ায় ভ্রমমাণ আদালত পরিচালিত হয় তাতে তাঁর নিজেরই যেখানে ভয় লাগে সেখানে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের আদালত নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা অনুমেয়। তিনি বলেন বিনা কারণে কোন নাগরিককে একদিন জেলে রাখাও দেশের সংবিধান সমর্থন করে না।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG