বৃহত্তর কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিয়াল্লিশ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। মেলায় থাকছে ছশো পাঁচটি বইয়ের স্টল ও দুশোটি লিটল ম্যাগাজিনের টেবিল। আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। মেলার সময় প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা। বই মেলায় বাংলাদেশের ছত্রিশটি স্টল থাকছে।
কলকাতা বইমেলায় ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিসের ৬০ বছর পূর্তিতে বাংলা বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকবেন ২রা ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা। ভয়েস অব আমেরিকার শ্রোতাদের সঙ্গে মতামত বিনিময় ও ক্যালেন্ডার রাখা হবে। দেখা হবে আর্ন্তজাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, কলকাতা, ২রা ফেব্রুয়ারী শুক্রবার।