অ্যাকসেসিবিলিটি লিংক

আর্থিক কেলেংকারি বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের বিশ্লেষণ


অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন International Consortium of Investigative Journalists (ICIJ) ২০১৭ সালের জানুয়ারিতে, পানামা পেপারর্স এবং এই সপ্তাহেই প্যারাডাইস পেপারর্স নামে, কর ফাঁকির জন্য অর্থ পাচারের উদ্দেশ্যে বিশ্বজুড়ে ঘটে যাওয়া আর্থিক কেলেংকারির দুই দফা তথ্য ফাঁস করে দিয়েছে। এতে ১৩ লাখের বেশি ব্যক্তির নাম প্রকাশিত হয়েছে। দুই দফায় ফাঁস হওয়া তথ্যে ৪৪ জন বাংলাদেশীর নামও রয়েছে। কিন্তু এতে কতোজনকে আইনের মুখোমুখি হতে হচ্ছে বা জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে-এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন দুর্নীতিবিরোধী নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG