অ্যাকসেসিবিলিটি লিংক

নো ম্যান্স ল্যান্ডে সাড়ে ছয় হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার


বাংলাদেশের তমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া সাড়ে ছয় হাজার রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। মঙ্গলবার মিয়ানমার সীমান্তের ঢেঁকিবুনিয়ায় দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরে সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন এবং বাড়িঘর ফেরত দেবে বলে জানিয়েছে মিয়ানমার প্রতিনিধিদল। রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়েও মিয়ানমার প্রতিনিধি দল তাঁদের আশ্বস্ত করেছে বলে জানান বিভাগীয় কমিশনার।

এদিকে, গত শুক্রবার বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রত্যাবাসনের জন্য ৮০৩২ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তরের পরও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন গত শনি এবং রোববার দুইদিনে মিয়ানমার থেকে ৩৮৩ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

XS
SM
MD
LG