অ্যাকসেসিবিলিটি লিংক

বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলছে উত্তর রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো


আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে বলেছে, মিয়ানমার সরকার রোহিঙ্গা দমন অভিযানে জনশূন্য হয়ে পড়া উত্তর রাখাইনের গ্রামগুলো বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলছে। নতুনপ্রাপ্ত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, ২০১৭ সালের শেষ দিকে ধ্বংসযজ্ঞ চালানো হয় এমন ৫৫টি গ্রামের মাঠ, ঘাট, ক্ষেত সব কিছু ভারি যন্ত্রপাতি ব্যবহার কওে, দেশটির সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের চিহ্ন মুছে ফেলার উদ্দেশে, সমান করে ফেলা হচ্ছে। তাদের হিসেবে এই দফায় ৩৬২টি গ্রাম সম্পূর্ণ বা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এইচআরডব্লিউ-এর এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযানের ভয়াবহতার প্রমাণ যাতে ধ্বংস করা না হয়- সে লক্ষ্যে মিয়ানমার সরকারের কাছে দাবি উত্থাপনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘ ও দাতাদের দেশ এবং সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো অব্যাহত রয়েছে। শুক্রবারও প্রায় ২০০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এখনো প্রতি সপ্তাহেই কয়েকশ রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত আছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00




XS
SM
MD
LG