অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁসে ১৫৩ জন গ্রেপ্তার


বাংলাদেশে বর্তমানে যে মাধ্যমিক এবং সমমানের পাবলিক পরীক্ষা চলছে তার প্রশ্ন ফাঁসের ঘটনায় সারা দেশে ৫২টি মামলায় ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস বন্ধে শিক্ষক, অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি স্বীকার করেছেন শিক্ষা মন্ত্রণালয় এখনও সমস্যার মূলে যেতে পারেনি যার ফলে সমস্যাটি অব্যাহত আছে।

গত কয়েক বছর যাবত পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশিষ্ট জনেরা এবং অভিভাবকরা একে প্রশ্নপত্র ফাঁসের মহামারি বলে আখ্যায়িত করেছেন। প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে অনেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দজা চৌধুরী শিক্ষামন্ত্রীকে ঝুট ঝামেলাহীন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী অবশ্য এসকল সমালোচনায় দমে যাননি বরং বলেছেন প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য আগামী বছরেরে পাবলিক পরীক্ষা সমুহে বড় ধরনের পরিবর্তন আনা হবে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG