অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ


উত্তর কোরিয়ার সঙ্গে অলিম্পিকের আয়োজন করায় দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন হাজার হাজার রক্ষনশীল কোরিয়ান।

এই প্রতিবাদের পাশাপাশি তারা ইমপিচ হওয়া প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের সমর্থনে স্লোগান দিয়েছেন। পার্কের বিরুদ্ধে দতুর্নীতির অভিযোগে তার ৩০ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুনের বিরোধীদের অনেকের হাতে আমেরিকার পতাকা দেখা যায়। উত্তর কোরিয়াকে নিবৃত করতে যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেশার বা জোর প্রয়োগের কৌশলকে উপেক্ষা করে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা বা সমঝোতার প্রচেষ্টার বিরোধীতা করেন তারা।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন প্রেসিডেন্ট মুন ‘নো ওয়ারস ইন কোরিয়া’ নামে ভূয়া স্লোগান তুলে উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচীর অনুমোদন দেয়ার চেষ্টা করছেন। গত বছর উত্তর কোরিয়অ অসংখ্য ক্ষেপনাস্ত্র ও পারমানবিক পরীকক্ষা চালায়।

XS
SM
MD
LG