বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুর ওপারে মিয়ানমার শক্তি বৃদ্ধি করেছে। সেখানে নো-ম্যানল্যান্ডের রোহিঙ্গারা এতে আতংকিত। রোহিঙ্গা শরনার্থী শিবির লক্ষ করে মিয়ানমার বাহিনী গুলী ছুড়েছে এমনও কথা শোনা গেছৈ। এসব নিয়ে পরে বিজিবির সঙ্গে বৈঠক হয় মিয়ানমার বাহনীর। তারা জানায় মিয়ানমারের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে তারা এটা করেছে। আজকের আলাপনে এসব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন নিউইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক মনির হায়দার এবং কক্স্রবাজার থেকে কক্সবাজার টিভি সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ভিশনের সাংবাদিক মোরশেদুর রহমান খোকন।