অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস কক্সবাজারে


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই কক্সবাজার পৌঁছেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস। তিন দিনের এক সফরে লিসা কার্টিস শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও মাঠ পর্যায়ে কর্মরত দেশী-বিদেশী উন্নয়ন কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আগামীকাল শনিবার ঢাকায় ফিরে পররাষ্ট্র সচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন ট্রাম্পের এই উপদেষ্টা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে তার বৈঠক স্থির রয়েছে। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধি রোহিঙ্গা সংকটের আশু কোন সমাধান বের করা যায় কিনা তা নিয়ে কথা বলবেন বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে। এই প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত স্পষ্ট। রাখাইনে জাতিগত নিধন বন্ধে যুক্তরাষ্ট্র বরাবরই সরব। লিসা কার্টিস রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলবেন। ইন্দো প্যাসিফিক স্ট্রেটেজিক, সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি-নির্ধারণী মহলে লিসা কার্টিস একমাত্র পররাষ্ট্র নীতি বিশ্লেষক, বাংলাদেশ নিয়ে যার পেশাগত গবেষণার অভিজ্ঞতা রয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

XS
SM
MD
LG