অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় অস্ত্র বিরতি মেনে চলার জন্য সকল পক্ষের প্রতি আহবান এ্যান্টনিও গুটিরেজের


জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটিরেজ সিরিয়ায় চলমান ৩০ দিনের অস্ত্র বিরতি মেনে চলার জন্য সকল পক্ষের প্রতি আবারো আহবান জানিয়েছেন। অস্ত্র বিরতি চলার মধ্যে দুই পক্ষের যুদ্ধ চলার প্রেক্ষিতে এ আহবান জানালেন গুটিরেজ।

বৃটেন ও ফ্রান্স সিরিয়ার অবস্থার প্রেকক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ জানায়। বুধবার বৈঠকে বলা হয় সিরিয়ার ঘোতা অঞ্চলে অসহায় অসামরিক মানুষদেরকে মানবিক সাহায্য, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা দেয়ার জন্যেই অস্ত্র বিরতি প্রয়োজন।

সোমবার জাতিসংঘ, Syrian Arab Red Crescent and International Red Cross কর্মীরা ঘোতায় ত্রান বিতরনের চেষ্টাকালে দুই পক্ষের গুলী ও বোমা হামলার মুখে পড়ে ফিরে যায়। এ্যান্টনিও গুটিরেজ ঐ ঘটনার নিন্দা জানিয়ে মানবিক সহায়তায় সকলকে ধৈর্য ধরার ডাক দেন।

XS
SM
MD
LG