অ্যাকসেসিবিলিটি লিংক

পারমানবিক কর্মসূচী বন্ধে উত্তর কোরিয়ার সাড়াকে ইতিবাচক বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প


পারমানবিক কর্মসূচী বন্ধ ও ক্ষেপনাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার বিষয়ে উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন “আশা করি এটাই প্রকৃত পথ”।

দক্ষিন কোরিয়ার এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার বলেছেন উত্তর কোরিয়া পারমানবিক কর্মসূচী চায়না যদি তাদের ওপর সেনা হামলার হুমকী না থাকে।

ওভাল অফিসে সুইডিশ প্রধানমন্ত্রী ষ্টিফেন লোফভেনের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সৌল ও পিয়ংইয়ং এর চলমান আলোচনা যদি সফল হয় তবে এটা হবে গোটা বিশ্বের জন্যে একটি স্বস্তির বিষয়।

XS
SM
MD
LG