অ্যাকসেসিবিলিটি লিংক

বৈষম্য দূর করার আহবানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস


নারীর ওপর নির্যাতন ও বৈষম্য দূর করার আহবানের মধ্যে নানা আনুষ্ঠানিকতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

যুক্তরাষ্ট্র, ইউরোপ এশিয়াসহ বিশ্বের সর্বত্রই দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শতশত নারী গোলাপী ও বেগুনী রং এর পোষাক পরে রাজপথে মিছিল করে প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে কর্তৃক মাদক পাচারকারী দমনের নামে ৪ হাজার মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছেন।

দক্ষিন কোরিয়ার সৌলে নারীরা কর্মক্ষেত্রে যৌন হয়রানী বন্ধের লক্ষ্যে আমেরিকার আন্দোলন ‘মি-ঠু’র সমর্থনে মিছিল করেছেন।

নারী পুরুষ বৈষম্য কমানোর দাবীতে স্পেনে ফেমিনিস্ট স্ট্রাইক নামে নারীরা আজ কর্মক্ষেত্র থেকে ওয়াকাউট করার পরিকল্পনা নিয়েছেন।

ভারতের নয়া দিল্লিতে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদে এবং নারীর প্রতি অবিচার ও বৈষম্য দূরীকরনের রাজপথে নেমেছেন হাজার হাজার নারী।

মিয়ানমারে অং সাং সুচি নারীদেরকে শান্তিপূর্ন গনতন্ত্র গড়তে রাজনীতি অর্থনীতি ও সমাজের বিভিন্ন স্তরের নারীর অংশগ্রহন বাড়ানোর ডাক দিয়েছেন।

আফগানিস্তানে নারীরা কাবুলের রাজপথে বড় সমাবেশ করেছেন নারী শিক্ষা ও সমাজে অধিকার প্রতিষ্ঠার দাবীতে।

এছাড়া চীন জাপানসহ বিশ্বের সর্বত্র নারী অধিকার বৃদ্ধির দাবীতে নারী দিবসে অনুষ্ঠিত হযেছে নানা অনুষ্ঠান।

XS
SM
MD
LG