অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেন কর্তৃক বহিস্কৃত রাশিয়ার কুটনীতিকরা বৃটেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন


বৃটেনের মাটিতে এক সাবেক রুশ গোয়েন্দার ওপর নার্ভ গ্যাস হামলার বিষয় নিয়ে বৃটেন কর্তৃক বহিস্কৃত রাশিয়ার কুটনীতিকরা বৃটেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার লন্ডনে রুশ দূতাবাসের সামনে একটি ভ্যানে তাদের মালপত্র ওঠানো হচ্ছে বলে রাশিয়ার গনমাধ্যমের খবরে বলা হয়েছে।

সাবেক রুশ গোয়েন্দা সারগেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালের ওপর গত মাসে ঐ রাসায়নিক গ্যাস হামলার অভিযোগে গত সপ্তাহে বৃটেন কয়েকজন রুশ কুটনীতিককে বহিস্কার করে।

পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়া মস্কো থেকে ২৩ জন বৃটিশ কুটনীতিককে বহিস্কার করে। তারাও মস্কো ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। তবে রাশিয়া ঐ অভিযোগ অস্বীকার করে আসছে।

XS
SM
MD
LG