অ্যাকসেসিবিলিটি লিংক

আঞ্চলিক সহযোগিতার পরিসরকে বাড়ানোর জন্য বিমসটেক কে কার্যকর করার তাগিদ


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আঞ্চলিক সহযোগিতার পরিসরকে বাড়ানোর জন্য বিমসটেক কে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন। মঙ্গলবার ঢাকায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেকের ২০ বছর পূর্তি উপলক্ষে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এমন তাগিদ দিয়ে বলেন জোটভুক্ত সাতটি দেশের বার্ষিক অন্তর্দেশীয় বাণিজ্য এখন মাত্র ৭ শতাংশ যা ২১ শতাংশ হওয়া উচিত। বিমসটেকের আশানুরূপ অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি, জলবায়ু, পরিবহন, যোগাযোগ এবং সন্ত্রাসবাদ দমনে জোটভুক্ত দেশগুলোকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

মাহমুদ আলী বলেন বিমসটেক থেকে দ্রুত সুফল তুলে নিতে ঝুলে থাকা সব আনুষ্ঠানিকতা শেষ করা সব সদস্যের জন্য জরুরি। ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমসটেক গঠিত হয়।

বর্তমানে ৭ সদস্যের বিমসটেক গঠনের বিষয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড প্রথম উদ্যোগ নেয় এবং পরে মিয়ানমার, নেপাল ও ভুটান এতে যোগ দেয়।

XS
SM
MD
LG