অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংশোধনী খারিজের আহ্বান


যুক্তরাষ্ট্র সূপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন পল স্টীভেন্স ফ্লরিডা রাজ্যের পার্কল্যান্ডে প্রাণঘাতি স্কুল শ্যুটিংয়ের প্রতিক্রিয়ায় যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয় তারই উল্লেখে- পরিবর্তনের সূচনাকল্পে দ্বিতীয় সংশোধনী খারিজের আহ্বান জানিয়েছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মঙ্গলবারের সংখ্যায় প্রকাশিত উপ-সম্পাদকীয় নিবন্ধে ৯৭ বছর বয়সী স্টীভ্যান্স লিখেছেন- দ্বিতীয় সংশোধনী খারিজ করতে সাংবিধানিক সংশোধনী আনা গেলে আইনী বিতর্কে জাতীয় রাইফেল্স এ্যাসোসিয়েশান NRA-র তার্কিক ক্ষমতা অনেকখানিই স্তিমিত হবে এবং অন্য যে কোনো বিকল্প পন্থার চেয়েই সেটা হবে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইনী অবরোধের গঠনাত্মক একটা পদক্ষেপ। দু’হাজার আট সালে উচ্চ আদালতের রায়ে আত্মরক্ষায় ব্যক্তি বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য আগ্নেয়াস্ত্র রাখার যে অধিকার প্রদান করা হয় স্টীভ্যান্স তার বিপক্ষীয় অবস্থানে ছিলেন। বলেন- ঐ রায় ন্যাশনাল রাইফেলস এ্যাসোসিয়েশানের হাতে বিস্তর প্রচারণার একটা হাতিয়ার তুলে দিয়েছিলো।

স্টীভ্যান্স দু’ হাজার দশ সালে ৩৫ বছরেরও বেশি কাল কাটিয়ে অবসর গ্রহন করেন।

XS
SM
MD
LG