অ্যাকসেসিবিলিটি লিংক

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগের বিষয়ে সেনেটে সাক্ষ্য দিচ্ছেন জাকারবার্গ


ফেসবুকের সহযোগী সংস্থাগুলো ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করছে এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের সেনেটে সাক্ষ্য দিচ্ছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ। বুধবার দুপুরে Senate Judiciary Committee and Senate Commerce Committee সামনে তিনি এ সাক্ষ্য দিচ্ছেন।

জুডিশিয়ারি কমিটি চেয়ারম্যান চাক গ্রেসলি বলেন ফেসবুক ব্যবহারকারীদের অধিকার রয়েছে জানার, কিভাবে তাদের তথ্য ফেসবুক থেকে তৃতীয় চতুর্থ মাধ্যমে যাচ্ছে একং এর ফলে তাদের নিরাপত্তা কতোটা রক্ষিত হচ্ছে।

এর আগে সোমবার জাকারবার্গ আইনপ্রনেতাদের সঙ্গে ব্যাক্তিগতভাবে সাক্ষাৎ করেন এবং এক বিবৃতিতে বলেন সামাজিক মাধ্যমগোলোর নিজেদের দায়িত্বে নিজেদের নিরাপত্তা বাড়ানো দরকার। দরকার তাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপপত্তা বাড়ানো।

গত মাসে বৃটিশ কেম্ব্রিজ এনালিটিকা নামের একটি বৃটিশ প্রতিষ্ঠান ফেসবুকের ৫ কোটি ব্যবহারকরীর তথ্য জরিপ করে বলেছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় তারা প্রভাব ফেলেছিল। তার পরই জাকারবার্গকে সেনেটে সাক্ষ্য দেয়ার অনুরোধ করা হয়।

XS
SM
MD
LG