অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে স্বাগত জানালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন


দুই কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠক
দুই কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠক

দুই কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠকে যোগ দিতে আসা উত্তরের নেতা কিম জং উনকে সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানালেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

দুই কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠকে যোগ দিতে আসা উত্তরের নেতা কিম জং উনকে সীমান্তের সামরিক সীমারেখায় স্বাগত জানালেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

পীস হাউজে আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে, মুন এবং কিম পানমুনজমে একটি প্লাজায় হেঁটে গেছেন এবং , গার্ড অফ অনার পরিদর্শন করেছেন। আশা করা হচছে আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির উপর আলোকপাত করা হবে।

আলোচনার পর এই দুই নেতা সীমান্ত এলাকায় বৃক্ষ রোপণ অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে উভয় দেশের মাটি ও পানি ব্যবহার করা হবে। তার পর মুন এবং কিম দ্বিতীয় দফা বৈঠক করবেন এবং উত্তর কোরীয় প্রতিনিধিদলের বিদায়ী অনুষ্ঠানে আএগ তঁারা নৈশ ভোজে মিলিত হবেন

মুন সরকার আশা প্রকাশ করেছে যে ৬৫ বছরের এই অচলাবস্থার অবসান ঘটবে। এ সপ্তার গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া অপপ্রচারমুলক বার্তা এবং পপ মিউজিকের সম্প্রচার বন্ধ করে যার লক্ষ্য ছিল সীমান্তে অপর পারে প্রচারণা চালানো।

উত্তর কোরিয়াও এ রকম আভাস দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র এবং ক্ষেপনাস্ত্র পরীক্ষা স্থগিত করতে রাজি আছে।

আজকের খবর
please wait

No media source currently available

0:00 0:05:43 0:00

XS
SM
MD
LG