অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান প্রেসিডেন্ট আশরাফ গণির


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালিবানের সঙ্গে শান্তি আলোচনার যে উদার আহ্বান জানিয়েছিলেন তা সত্বেও তালিবান যে তার কথিত বার্ষিক বসন্ত অভিযান চালিয়ে যাচ্ছে তাকে ধিক্কার জানিয়েছেন।

তালিবান বুধবার আল খান্দাক বা পরিখা নামের নতুন সামরিক অভিযান শুরু করে। সেই থেকে আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গেরিলা ধরণের সমন্বিত অভিযান এবং বোমা বর্ষণ সশুরু হয়।

আজই তালিবান উত্তরের কুন্দুজ প্রদেশের মধ্যাঞ্চলের একটি জেলায় অভিযান চালায় । সেখানেই মাত্র দু দিন আগে তালিবানের বড় রকমের এক হামলায় ১৪ জন আফগান সৈন্য প্রাণ হারায়।

আরেকটি ঘটনায় তালিবানের একজন আত্মগাথি বোমাবাজ আজ দক্ষিণের হালমান্দ প্রদেশে সামরিক বাহিনীর ঘাঁটির কাছে তার বিস্ফোরক ভর্তি গাড়ি উড়িয়ে দেয় । এই ঘটনায় ছ ‘ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়।

বিদ্রোহী গোষ্ঠিটর এই সর্ব সাম্প্রতিক কর্মকান্ডের পর কাবুলে বক্তব্য রাখার সময়ে শত বর্ষ পুরোনো পবিত্র ইসলামি লড়াইয়ের নামে মুসলমান জাতির উপরই এই সহিংসতা চালানোর জন্য ঘণি তালিবানের নিন্দে করেন। তালিবানরা যে তাদের চলমান বসন্ত অভিযানের নাম খন্দকের লড়াই রেখেছে তিনি তার সমালোচনা করে এই কথা বলেন ।

XS
SM
MD
LG