জাতিসংঘের মানবাধিকার প্রধান ফিলিস্তিনদের মানবাধিকার থেকে বঞ্চিত রাখার জন্য ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন।জায়েদ রা’আদ আল হোসেন আজ জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি বিশেষ অধিবেশনে বলেন যে গাজায় ঊনিশ লক্ষ লোককে জন্ম থেকে মৃত্যু অবধি বিষাক্ত বস্তিতে বন্দি রাখা হয়েছে। এই বিশেষ অধিবেশনের লক্ষ্য ছিল দখলকৃত ফিলিস্তিনি এলাকায় ক্রম-অবনিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করা।এই বিশেষ অধিবেশন এ সপ্তায় গাজা সীমান্তে বর্ধিত সহিংসতার তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করতে পারে । ঐ সহিংসতায় ৬০ জনের ও বেশি লোক নিহত এবং ২,৭০০ জন আহত হয়। নিহতদের মেধ্য একটি আট মাসের কন্যা শিশু সহ , বহু নারী ও শিশু ছিল। জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসরাইলের রাষ্ট্রদূত বলেন যে গাজা সহিংসতার তদন্তে নিয়োজিত কমিশন , বাস্তবে পরিস্থিতির এক চুল ও পরিবর্তন করতে পারবে না। গত সোমবার যুক্তরাষ্ট্র , জেরুজালেমে তার দূতাবাস স্থানান্তর করার পর , প্রচন্ড প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারিরা গাজাকে ইসরাইলকে পৃথক করেছে যে বেড়া সেটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে।
বিষাক্ত বস্তিতে পরিনত গাযা- জাতিসংঘের মানবাধিকার প্রধান