অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট ঘিরে আইনি জটিলতা


পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত ভোট ঘিরে ফের নতূন আইনি জটিলতা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। জেলা পরিষদের গণনায় অনিয়ম হয়েছে, এই অভিযোগ নিয়েই এবার হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি।

বিজেপির অভিযোগ, জেলা পরিষদের গণনার সময় কোনও বিরোধী দলের এজেন্টকে গণনাকেন্দ্রের ভিতরে থাকতে দেওয়া হয়নি। কিন্তু, গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে গিয়েছিলেন শাসকদলের বিধায়ক ও সাংসদরা। তাঁদের সামনেই চলেছে গণনা। জেলা পরিষদের গণনায় ব্যাপক কারচুপি করেছে শাসকদল।বিজেপির তরফে দাবি, জেলা পরিষদের ভোট পুনরায় গণনা করতে হবে। সংশ্লিষ্ট দলীয় সূত্রে খবর, এই ইস্যুতে গতকালই বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সঙ্গে বিজেপির জেলা নেতৃত্বদের কাছ থেকে জেলা পরিষদের গণনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব।একই সাথে আইনী পরামর্শ নিয়েও নেতৃত্ব এগোচ্ছে বলে খবর এবং এমাসের শেষেই তারা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে জানা গেছে।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG