অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে নতুন চুক্তির লক্ষ্যে ১২ দফা দাবী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর


ইরানের সঙ্গে নতুন করে পারমানবিক চুক্তি করার লক্ষ্যে দাবী দাওয়ার লম্বা একটি ফর্দ তৈরী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একই সঙ্গে তিনি হুমকী দিয়েছেন ইরান যদি তার দৃষ্টিভঙ্গি না বদলায় তবে তাদের অর্থনীতি ধ্বংস হওয়ার মতো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সোমবার ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনে দেয়া বক্তব্যে তিনি তার ১২-দফা দাবী তুলে ধরে বলেন গত মাসে ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেয়ার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা চলছে।

ইরানের সঙ্গে যদি কোনো নতুন চুক্তি হয়, পম্পেও বলেন, তাতে সবার আগে ইরানকে অবশ্যই পারমানবিক কর্মসূচী অনির্দিষ্ট সময়ের জন্য পরিত্যাগ করার অঙ্গীকার করতে হবে। প্রতিশ্রুতি দিতে হবে ইরানের যে কোনো স্থানে যে কোনো সময় জাতীসংঘ পরিদর্শকরা দেখতে যেতে পারবেন।

একই সঙ্গে পম্পেও বলেন ইরানকে যে কোনো ধরনের ক্ষেপনাস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যে উস্কানী দিয়ে অস্থিতীশল অবস্থা জিইয়ে রাখার কাজ বন্ধ করতে হবে।

বলেন ইরান যদি তা না করে, যুক্তরাষ্ট্র অপরিমান অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে দেশটির ওপর।

XS
SM
MD
LG