অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার এক কর্মকর্তা নিউইয়র্ক আসছেন


প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক নিয়ে আলোচনা করতে উত্তর কোরিয়ার এক কর্মকর্তা নিউইয়র্ক আসছেন। মঙ্গলবার টুইটারে এটি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট টুইটারে লিখেছেন, “উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন”।

এর আগে খবরে বলা হয়েছিল উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক সেনা গোয়েন্দা প্রধান কিম ইয়ং চোল বেইজিং বিমানবন্দরে রয়েছেন। বুধবার নিউইয়র্ক আসছেন।

উত্তর কোরিয়ার নেতার কাছ থেকে তীব্র ক্রোধ ও শত্রুতামূলক মনোভাব প্রকাশের কারনে পূর্ব নির্ধারিত তারিখ ১২ই জুন তারিখে বৈঠক হতে নাও পারে এই মর্মে প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে কিংম জং উনকে এক চিঠি পাঠান। তবে দুই দেশের মধ্যে আলোচনা অব্যহত থাকে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার লক্ষ্যে উচ্চ পর্যায়ের দক্ষ একটি দল সম্মেলন সফল করার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG