অ্যাকসেসিবিলিটি লিংক

মাদকের বিরুদ্ধে অভিযানে গেলে ফায়ারিং হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান


মাদকের সাথে যেহেতু অবৈধ অবৈধ অস্ত্র এবং অবৈধ টাকার সংশ্লিষ্টতা রয়েছে তাই মাদকের বিরুদ্ধে অভিযানে গেলে ফায়ারিং হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘মাদক বিরোধী অভিযান ও সামাজিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেন সারা বিশ্বেই মাদক-বিরোধী অভিযানে ফায়ারিং হয়ে থাকে।

কাউকেই হত্যা করা হচ্ছেনা বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সেটা আমাদের উদ্দেশ্যও নয়। এ প্রসঙ্গে তিনি বলেন। তিনি বলেন মাদক বিরোধী অভিযান চলবে যতক্ষণ না তা নির্মূল হচ্ছে।

এদিকে গণফোরামের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন শনিবার এক বিবৃতিতে বলেছেন দেশের মানুষ মাদক থেকে মুক্তি চায়। তবে এর জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে উল্লেখ করে তিনি বলেন কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।


XS
SM
MD
LG