অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্য নতুন পথ খুলে গেছে- ট্রাম্প


আজ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর সাপ্তাহিক ভাষণে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং ঊনের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠককে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কের একটি নতুন সূচনা বলে অভিহিত করেন। তিনি এ ও বলেন যে উত্তর ও দক্ষিণ উভয় কোরিয়ার ভবিষ্যতের জন্য একন এক নতুন পথ খুলে গেছে।

তিনি আরও বলেন এই শীর্ষ বৈঠক আগেকার প্রশাসনের ব্যর্থ প্রচেষ্টা থেকে পরিস্কার ভাবেই বেরিয়ে আসা। তিনি স্মরণ করিয়ে দেন যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন ক্ষমতাসীন উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করলন। প্রেসিডেন্ট তাঁদের আলোচনাকে খোলামেলা, সৎ, প্রত্যক্ষ্ এবং অনেক বেশি ফলদায়ক বলে অভিহিত করেছেন। তিনি শীর্ষ বৈঠক শেষে স্বাক্ষরিত যৌথ বিবৃ্তি প্রসঙ্গে বলেন ঐ বিবৃতিতে চেয়ারম্যান কিম, কোরিয়ো উপদ্বীপকে সম্পুর্ণ ভাবে পরমাণু অস্ত্রমুক্ত রাখার ব্যাপারে, তাঁর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন যে তাদের আলোচনায় তিনি জোর দিয়েই বলেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র মুক্ত হলে তাদের জন্য নতুন সমৃদ্ধি, নিরাপত্তা এবং সুযোগ অপেক্ষা করছে।

XS
SM
MD
LG