অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ৬ মাস বৃদ্ধির বিষয়ে একমত ইউরোপীয় নেতারা


২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া অধিগ্রহনের কারনে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাস বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা।

শুক্রবার এফপি জানায়, ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপীয় নেতারা এ সিদ্ধন্ত নেন। যুক্তরাষ্ট্রও একই কারনে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে রাশিয়া সংশ্লিষ্ট ছিল বলে সিদ্ধান্ত নেন। ভোটারদের প্রভাবিত করার জন্য কিছু রাশিয়ান ব্যক্তি এবং রাশিয়ান সংস্থাকে দায়ী করেন আমেরিকার বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেকার বৈঠকের তারিখ এবং স্থান ঘোষণা করা হয়েছে। তবে ২০১৬ নির্বাচনে মস্কোর সংশ্লিষ্টতার অভিযোগ মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প।

XS
SM
MD
LG