অ্যাকসেসিবিলিটি লিংক

মানব পাচারকারী দেশের শীর্ষ তালিকায় যুক্ত হলো মিয়ানমারের নাম


মানব পাচার ও জোরপূর্বক শ্রমে বাধ্য করার অপরাধে শীর্ষ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে যুক্ত হয়েছে মিয়ানমারের নাম। চীন, রাশিয়া, দক্ষিন সুদান, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সঙ্গে এখন মিয়ানমার এই তালিকার একটি দেশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বার্ষিক মানবপাচার রিপোর্টে এ তথ্য উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রেসিডেন্টের উপদেষ্টা ইভাংকা ট্রাম্পের উপস্থিতিতে রিপোর্টটি প্রকাশ করা হয়।

পম্পেও বলেন মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে রাখাইনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গা ও অপরাপর সংখ্যালঘূ জাতিগোষ্ঠি নিরাপদ স্থানে সের যাওয়ার সময় পাচারের শিকার হন। তিনি বলেন বার্মার সেনাবাহিনী অনেক ক্ষেত্রে জোরপূর্বক শিশুদেরকে সেনা জওয়ান হিসাবে নিয়োগ দিয়েছে।

তিনি লিবিয়া উত্তর কোরিয়া ও ইরানকেও এই বিষয়ে অপরাধী বলে উল্লেখ করেন। মানব পাচার রোধে কাজ করতে গিয়ে জীবনদানকারী ১০ জনকে সম্মাননা জানানো হয়।

XS
SM
MD
LG