অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবানের সঙ্গে অস্ত্র বিরতী শেষে সন্ত্রাস দমন অভিযান শুরু


তালিবানের সঙ্গে ১৮ দিনের অস্ত্র বিরতী শেষে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জাতীয় নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাস দমন অভিযান পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন।

আফগান সরকারের সঙ্গে টানা ১৭ বছরের যুদ্ধে তালিবান এই প্রথমবার নিরবিচ্ছিন্ন অস্ত্রবিরতী মেনে চলেছে। টানা তিনদিনের ঈদুল ফিতরের উৎসব উপলক্ষ্যে তালিবান কোনো ধরণের সন্ত্রাসী ঘটনা ঘটায়নি।

আশরাফ গানি এক সংবাদ সম্মেলনে বলেন অস্ত্র বিরতী শেষ হয়েছে এবং আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী এখন আবার সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করছে। একই সঙ্গে তালিবানের সঙ্গে শান্তি আলোচনা চলবে বলে অফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

XS
SM
MD
LG